প্রকৃতি কতো সুন্দর
কৃষ্ণ কামাল
দেখো প্রকৃতি কতো সুন্দর
এই শ্রাবনের ধারায় ,
ঝিম রিম ঝিম বরিষণে
কালো মেঘে হারায়।
শীতল বাতাস বইছে
বসিয়া জানালা পাশে,
শো শো শো শব্দ করে
ঘরের মধ্যে আসে।
এলো বৃষ্টি মেঘ ভেঙ্গে
গরু ছাগল নাই মাঠে,
কয়েকটা ছেলে ভিজছে
বড়ো পুকুরের ঘাটে।
কতো সুন্দর স্কুল ছুটি
কয়েকদিন এই বর্ষার ,
যে যাহার ঘরেতে বসে
কাম কাজ নাই আর।
এই মশাল ধারায় বৃষ্টি
কেউ মেঘ করেছে ফুটো ,
এমন প্রকৃতির রূপ দেখা
দিন পাবো না দুটো।
নারিকেল গাছ গুলি ঝোড়ো
হাওয়ায় হাত তুলে নাচে ,
ফুল গাছেরা নাচে লুকিয়ে
যদি কেউ দেখে ফেলে পাছে।