প্রবাসী জীবন
কৃষ্ণ কামাল
কালকে ছেড়েছি বাড়ি
আজ এখন আমি ট্রেনে ,
যাচ্ছি বিদেশে ঘরে নাই ঠাঁই
এমন জীবন কে নেয় মেনে।
গরিবের ঘরে জন্মে ধিক
মা বাবা বলে বাড়ির বড়ো,
তুই তোর ভাই বোনদের
পড়াশোনার খরচ আরো।
তাদের চাহিদা তোকে
পূরণ করতে হবে সকল গুলো ,
যদি দায়িত্ব আমি মানিনি
জোরপূর্বক চাপিয়ে দিলো।
আমার উপর চাপিয়ে দিয়েছে
মাথা নত করে সে বোঝা বয়ে,
চলেছি আজ প্রায় ছয় বছর
দুইটা স্মার্ট ফোন দিয়েছি লয়ে।
ভাই আর বোনকে, আমার
আছে কিপ্যাড সেল ফোন ,
ঘরে দিয়ে ফোন বললাম
বাড়ি ফিরবো চুপ কিছুক্ষন।
বললো এখন ফিরে কি করবি
পরের বছর ঈদে আসবি হেনো,
তুমি যে বলেছিলে এই বছর
ঈদে ফিরবো বাড়ি যেনো।
মা কে বললাম বাড়ি গিয়ে
আমি পাঠিয়েছি যে টাকা
ওই দিয়ে একটা ব্যবসা করবো ,
আর বিদেশে থাকবো না একা।
ওপারে থেকে বললো কোথায়
ওতো টাকা, আমার মাথায় বাজ,
পড়লো ,বললাম কি এতো টাকা
কোথায় গেলো, শুনে হতবাক আজ।
তবে তুমি যে বলেছিলে তোর
টাকা তোর থাকবে, কই ?
মা বললো তোর বোনের বিয়ে
দিলাম গত বছর, শুনে চুপ রই।
বোনের বিয়ে আমি জানিনা
মা বলছে তোকে বলিনি ,
তুই মন খারাপ করবি বাড়ি
ফেরার জন্য তাই শোনাইনি।
চোখের জল আমার বাঁধ
ভেঙেছে না আর থামছে ,
আরো ভাই নাকি একটা সুন্দর
মেয়ের সাথে প্রেম করছে।
এই বছর তোর ভাই বিয়ে
করবে বলছে টাকার দরকার ,
একটা বড়ো দাওয়াত দেবো
তাই না ভাই দেখতে হবে কার।
ফোন দিলাম কেটে হায়রে
প্রবাসী জীবন ভালোবাসে না কেহ ,
কেবল চায় টাকা চায়না আমায়
আমি বাড়ি ফিরি নাই কোনো স্নেহ।