প্রিয় বাবা
কৃষ্ণ কামাল


বাবা, তুমি আমার প্রথম শিক্ষক,
বাবা, তুমি আমার প্রথম বন্ধু,
বাবা, তুমি আমার প্রথম প্রেরণা,
বাবা, তুমি আমার প্রথম ভালোবাসা,

তুমি শিখিয়েছো হাসতে,
কাঁদতে, গান গাইতে,
তুমি শিখিয়েছো ভালো থাকতে,
ভালো করতে, ভালো লাগতে
তুমি শিখিয়েছো সত্য বলতে,
সত্য করতে, সত্য মেনে নেতে
তুমি শিখিয়েছো ভালোবাসতে,
ভালোবাসা দেখাতে, ভালোবাসা পেতে

তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার,
তুমি আমার জীবনের সবচেয়ে বড় সম্মান,
তুমি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ,
তুমি আমার জীবনের সবচেয়ে বড় সুখ,

তুমি আমার প্রতি করে যাও যত কিছু,
আমি তোমার প্রতি করতে পারি তার চেয়ে কম,
তুমি আমার কাছে দেয় যত কিছু,
আমি তোমার কাছে দিতে পারি তার চেয়ে কম,

আমি তোমাকে বলতে চাই একটা কথা,
আমি তোমাকে দেখাতে চাই একটা কথা,
আমি তোমাকে বুঝাতে চাই একটা কথা,
আমি তোমাকে ভালোবাসি, আমার প্রিয় বাবা ।।
।।