প্রিয়ের বর্ণনা
কৃষ্ণ কামাল
তোমার কালো বেণী
নৃত্য করে দুলে দুলে,
আমার মনে হয় তোমার
নূপুরের তালে তালে।
তোমার দুটি আঁখি
যেন রহস্যে ভরা,
তোমার রহস্যের নদীতে
নামলেই কেবল খোরা।
তোমার ওই মুখখানা
চাঁদ জোৎসনা রাতের,
যখন দেখি আমি
কেবল কলঙ্ক ছাপের।
তোমার পুরো শরীর যেন
লতানো লজ্জাবতী মতো,
আমি যখন দেখি তোমায়
সম বিষধর নাগিন শত।
তোমার কণ্ঠ আহা
যেনো কোকিলের সুর,
আমি যখন শুনি যেনো
কান বাঁচানো দূর।