প্রিয়া আর বসন্ত
কৃষ্ণ কামাল
এলো যে বসন্ত
আমার প্রিয়ো আসেনা ,
বসন্ত ফুল ভালোবাসে
প্রিয়া আমায় ভালোবাসেনা।
আসিলো বসন্ত হাতে নিয়ে
সকল রাঙা ফুলের তোড়া,
আমার প্রিয়া চায়না ফুল
চায় সে কানের দুল একজোড়া।
বসন্ত সাথে আনিয়াছে
মধুর কোকিলের গান ,
মোর প্রিয়া গান গায়না
কেবল করে অভিমান।
বসন্ত কৃষ্ণচূড়া কে কতো
সুন্দর রঙে রাঙিয়েছে,
আমার মনে বসন্তের আবেগ
প্রিয়া তা আবেগ ভাঙিয়াছে।