প্রিয়া
কৃষ্ণ কামাল

প্রিয়া তোমার আঁখীখানা  
যেনো কোন জাদুতে ভরা,
তোমার আঁখিতে দেখি
আমার সকল ভুবন ধরা।

তোমার ওই ঠোঁট যুগল
যেনো ভরা মধুতে ,
কালকে ছিলে কুমারী কন্যা
আজ সেজেছো বধূতে।

তোমার বাহু যুগল বন্ধনে
আমার সকল শান্তি ,
তোমার হাতে তৃষ্ণা মেঠালে
দূর হয় সকল ক্লান্তি।

তোমার হাতে তৈরী খাবার
সম অমৃত, স্বাধে ভরপুর ,
তোমার হাতের স্পর্শে
আমার সকল কষ্ট হয় দূর।  

তোমার আদরে যত্নে
আমার জীবন কাটছে বেশ ,
পাশে চাই প্রিয়া সর্বদা
তুমি ছাড়া আমার জীবন শেষ।