ডাক পিওন
কৃষ্ণ কামাল

তোমার ওই সুখের খবর
কে তোমায় দেয়,
আমি সবার খবর রাখি
কেউ কি আমার খবর নেয় ।

কারো ভালোবাসার আবার
কেউ বাড়ি ফিরে আসার,
সকল খবর সবাইকে
দেওয়া কাজ আমার ।

কারো কোনো সুখের খবর
বলি হাসি মুখে ,
কারো খবর বলতে পারি না
চুপ করে থাকি দুঃখে ।

আবার কারো এমন চিঠি
দিতে হয় খুব গোপনে ,
আমি ভাবি আমার কথা
থাকে কি কারো মনে ।

কয়েক দিন এমন কাটে
কিছু দিন পরে ,
একখানা চিঠি এলো
আমার বাড়ির নম্বরে ।

সকল চিঠি দেওয়ার পরে ,
আমার চিঠি নিয়ে ফিরি ঘরে ।

ধীরে ধীরে খুললাম চিঠি
পড়লাম আমি চিঠিটা,
তখনাৎ ঘামে ভেজা শরীর
ভেঙে গেলো ঘুমটা ।

দেখি চিটিতে লেখা
আমার হয়েছে প্রমোশন ,
আমাকে ডেকেছে মৃত্যু
হেরেছে জীবন।।
।।