কখনো দাঁড়ায়ে জীর্ণ হাড়ে
আবার কখনো নতুন সাজগোজ ,
সে যেনো কোনো বহুরুপি
রঙ বদলাচ্ছে রোজ ।
কালকে ছিল পোশাক হীন
আজকে সবুজ পোশাক পড়া ,
কখনো বা তাকে যায়না চেনা
রঙ বদল আগাগোড়া ।
আজকে পথে যাওয়ার সময়
তাহার সাথে দেখা ,
শুধিলাম তোমার রুপের
বদল কোথায় থেকে শেখা ।
আজকে ও সে উত্তর হীন
এক রক্ত পলাশ দিলো ফেলে ,
আজ লাল রক্ত মেখেছে সে
কে জানে কোথা পেলে ।