অক্সিজেন
কৃষ্ণ কামাল  


বেশ তো কেটে যাচ্ছে দিন
কখনো ভেবে দেখেছো কি ?
কত লিটার অক্সিজেন নাও
সারাদিনে কখনো গুনেছো কি ?

প্রতিদিন প্রায় ৪০০ থেকে ৬০০
লিটার আক্সিজেন তোমার লাগে ,
এখন একটা গাছ বছরে কতো
আক্সিজেন দেয় হিসেব করো আগে ।

একটা পূর্ণ গাছ সারা বছর
আক্সিজেন ১১৭ লিটার দেয়,  
কতো গাছ লাগাও সারা বছর
তুমি, তার হিসেবটা কে নেয় ।

যদি ভবিষ্যতে থাকবে বেঁচে
তবে যতো পার গাছ লাগাও ,
তোমার শিশুর ভবিষ্যৎ ভেবে
আক্সিজেন মাথায় নিয়ে আগাও ।