প্রতিবাদ
কৃষ্ণ কামাল


আমি প্রতিবাদ করি
যে সব অন্যায়, যে সব অপরাধ ,
আমার জীবনে আমার স্বপ্নে আমার মনে
আঘাত করে ভাঙিয়াছে সহ্যের বাঁধ ।

আমি প্রতিবাদ করি
যে সব নির্লজ্জ, যে সব হিংসা ,
আমার মুখে আমার কথায় আমার লেখায়
মিথ্যা বলে জনতার নেতা হয় খাসা ।

আমি প্রতিবাদ করি
যে সব ব্যবস্থা, আইনি ব্যবহার,
আমার কর্মে আমার অধিকারে আমার সম্মানে অবহেলা করে আমার অধিকার ।

আমি প্রতিবাদ করি
যে সব শক্তি, যে সব শাসন,
আমার মানুষে আমার দেশে আমার সংস্কৃতিতে হিংসা করে মান-হুঁশ করে পোষণ ।

আমি প্রতিবাদ করি
যে সব নির্লিপ্ত, যে সব নির্বীর্য ,
আমার সঙ্গে আমার পাশে আমার পথে
সাহায্য না করে অধিকারের কার্য ।

আমি প্রতিবাদ করি ,
কাহাকে নাহি ডোরি ।।