নিখোঁজ বন্ধু বান্ধব
কৃষ্ণ কামাল
প্রাথমিক স্কুল থেকে শুরু
প্রায় অনেক বন্ধু হতো ,
উচ্চবিদ্যালয়ে গিয়ে আর
থাকে না থাকার মতো।
সেথা হয় কিছু নতুন বন্ধু
সে ও পাস ফেলের ঢেউ ,
কতো যায় স্রোতে ভেসে
আবার নতুন আসবে কেউ।
নতুন কিছু বন্ধু নিয়ে
বিশ্ববিদ্যালয়ে শুরু পড়া ,
শেষে কিছু বন্ধু নিয়ে
বিশ্ববিদ্যালয় হয় ছাড়া।
এখন যখন পরিবারের
ভার ঝুলেছে আমার কাঁধে ,
আমার বন্ধু সকল হলো
নিখোঁজ, জোট নাহি বাঁধে।