নিজের ঘরে রং
কৃষ্ণ কামাল
আজ আমি আমার ঘরে
করিতেছিলাম রং
রং করার শেষে দেখি
পুরো ঘর সেজেছে সং
আকাশের সকল তারা
আমার ঘরের দেয়ালেতে
আজ আমি যা করেছি
অজানা কোন খেয়ালেতে
পাশের ওই দেয়ালেতে
সকল গ্রহ ঘুরছে যেন
বুঝতে পারছিনা আমি
এমন কিছু দেখছে কেন
পিছন ফিরে দেখি আমি
দেয়ালেতে ডাকছে পাখি
বললো বাবা করছিস কি
ইটা রং হচ্ছে নাকি
বললাম আমি জানিনা
কেমন কর এমন হলো
রং দিয়ে যে সকল দেওয়াল
ছবি আঁকা হয়ে গেলো ।।
।।