মনে ভাবি
কৃষ্ণ কামাল
মনে ভাবি পাখি হয়ে উড়িবো আকাশে
ডানা মেলে ভাসিব শীতল বাতাসে।
কভু ভাবি নৌকা হয়ে যাত্রী করি পার
কভু ভাবি নদীতে নেমে কাটিব সাঁতার।
কভু ভাবি মাছ হয়ে জলে করি খেলা
কভু ভাবি আকাশে ভাসাই মেঘের ভেলা।
ভাবি ভালো ছেলে হয়ে সকল পড়া পড়ি
এতো কিছু ভাবি শুধু কখন যে কি করি।
কভু ভাবি হাতি হয়ে শুঁড় তুলে হাঁটি
কভু ভাবি গান্ধী সাজি হাতে নিয়ে লাটি।
কভু ভাবি হাঁস হয়ে প্যাক প্যাক ডাকি
এতকিছু ভাবি আমি কি বা পরে ফাঁকি।
মনে ভাবি কুল কুল বয়ি হয়ে নদি
বাতাসে বেড়াতাম হ্যাংকক হতাম যদি।
কভু ভাবি গাধা হয়ে থলে পিঠে করি
ধোপার সাথে আমি সারা গাঁ ঘুরি।