মন্দিরের চালাখানা
কৃষ্ণ কামাল
ওই ওতো বড়ো মন্দিরখানা
সামনে পাথরে বাঁধানো চালা,
মন্দিরে ভিক্ষুকের প্রবেশ নিষেধ
মানুষ ভেদাভেদের ধর্মশালা।
দেবতারা কি পুরোহিত কে
দান করেছে এই বাক ,
ধোনিরা আসুক মন্দিরে
দরিদ্র ভিখারি দূরে থাক।
রোদ ঝড় বৃষ্টি আমরা
এই পথের ধারে বসে ,
আমাদের ওই মন্দিরের চালা-তে
জায়গা দিলে ধর্ম যাবে খসে।
তোমরা হা করে তাকিয়ে
ভাবছো কি দেশে ভিখারি বেশি ,
আমরা ভাবি এমন দেশে
শিক্ষিত অভদ্রের ঠেসাঠেসি।