অনেক জ্বলল মোমবাতি
এবার হাতে মশাল ধরো ,
মোমবাতি জ্বেলে হবেনা কিছু
অপরাধির মুখে মশাল ছুড়ো ।
কতদিন করবে বৃথা মিছিল
এবার করো আক্রমণ ,
ভিঙ্গে দাও গুড়িয়ে দাও
অপরাধিদের বাসস্থান ।
আমার বুকের আগুন গুলো
জ্বলছে ধীরে সুপ্ত হয়ে ,
যেদিন পাবো এক প্রতিবাদি দল
বের হবে আগুন ফুল্কি দিয়ে ।
যে বাংলায় জন্ম সকল বিরের
তাদের জন্ম ভুমিতে আপরাধ ,
জাগো বাংলার বির সন্তান
এখনো কি ভাঙে নি সহ্যের বাঁধ ।
চলো পুনরায় স্বাধিনতা নেবো
এই গন্ধ সমাজ থেকে,
চাই না গন্ধ রাজনীতি
যখন কাজে আসেনা এইসব রেখে ।