মহাবীর
কৃষ্ণ কামাল

নিজেকে ভাবে মহাবীর
উচ্চ রাখে নিজের শীর।
কাজকর্ম ভালো লাগে না
বিপদে সে সবার আগে না।
শুধু মহাবীর নিজেকে ভাবে
মহাবীর হয়ে কোথায় যাবে।
সে সর্বদা আমি এই আমি সেই
তার মতো সে গাঁয়ে কেউ নাই।
সে কি কে বা জানে
কেউ তাকে মহাবীর না মানে।
আমার ঠাকুমা তারে কলু বলে
এই নাম তার কানে গেলে।
সারা গাঁ তোলে মাথায়
তাতে কিছু যায়না সেথায়।
সবাই জানে কলু মহাবীর
একা চিল্লে চিল্লে শেষে হবে ধীর।