মোবাইল
কৃষ্ণ কামাল
মোবাইল টা গিলেছে তোমায়
না তুমি মোবাইলটা গিলেছো ,
প্রকৃতির সাথে মেশামেশি
আর খেলাধুলা সব ভুলেছো।
যখন দেখি মোবাইলখানা
আঙ্গুল দিয়ে যাচ্ছ কি খুঁজে ,
মোবাইলে এতো আসক্ত হওয়া
এর ফল একদিন যাবে বুঝে।
এতো সুন্দর প্রকৃতি ছেড়ে
একই বিষন্নতায় যাচ্ছ ভেসে,
বোলো দেখি কি লাভ হয়েছে
এই মোবাইল ফোন টা এসে।
পড়াশোনা শিকে তুলিয়া
মোবাইল নিয়ে থাকো পরে।
মোবাইল যখন পাবেনা হাতে
তখন মূর্খের মতো পথে ঘোরে।
এখন এক পা চলতে গেলে
গুগল ম্যাপে পথ খোঁজো,
যখন এই প্রযুক্তি থাকবেনা
তখন কি হবে বোঝো।
সোশ্যাল মিডিয়াতে হাপাহাপি
দাপাদাপি ক-দিনের খেলা ,
জীবন তোমার বেকারত্বের দিকে
ভাসিয়ে চলেছে নিয়ে ভেলা।