মেঘ বালিকা
কৃষ্ণ কামাল
সকাল থেকে দেখছি সবি,
মেঘ বালিকা আঁকছে ছবি ।
হয়তো ছবিগুলো অস্পষ্ট ,
বুঝতে একটু হবে কষ্ট ।
এঁকেছে এক সিংহ রাজা ,
আবার দোষী পাচ্ছে সাজা ।
এঁকেছে এক সাদা ঘোড়া ,
তিনটে পায়ে যেনো খোঁড়া ।
এক আস্ত সাদা বেগুন ,
যাহা কিছু আঁকে সেগুন ।
কখনো আঁকে নজরুল ,
চোখ না এঁকে করেছে ভুল ।
এঁকেছে এক লম্বা পাহাড় ,
আকাশ জুড়ে আঁকা তার ।
মেঘ বালিকা মেঘের ভিড়ে,
কত কি আঁকছে ধীরে ধীরে ।