মা হারা
খোকা...।
কখনো যেনো নেশা করোনা
বলেছিলো মা আমায় ,
মা রোজ রাতে বাড়ি ফেরত
মাতাল স্বামীর মার্ খায়।
এমন একরাতে বেজায়
ঝগড়া করলো দুজনাতে ,
মারামারি, কি সব ভাঙলো
ঘুমালাম যেমন নিত্য রাতে।
সকালে ঘুম ভেঙে মায়ের
খোঁজে উঁকি দিই সে ঘরে ,
দেখি মাতালটা খাটে শুয়ে
মা নিচে মেঝেতে পড়ে।
ছুটে গিয়ে মা, মা ডাকি
মা আর দেয়নি সাড়া,
আমার জীবনে মা শেষ
আমি হলাম মা হারা।