মা আসছে
কৃষ্ণ কামাল

নীল আকাশ সাদা মেঘ
কাশ দুলাইছে মাথা ,
হাটে ঘাটে বাতাসে বাতাসে
ভাসে মায়ের আগমনীর কথা।

মা আসছে আগমনীর গান
যেনো বাজিছে কানে,
কয়েকদিন পর মহালয়া
সবাই তাকায়ে দিনটার পানে।

ধীরে ধীরে অপেক্ষা শেষ
দিন গুলো হলো গত ,
চারিদিকে ঢাক ঢোল বাজনা
কাঁসা আরো সব বাজিছে কত।

মা আসছে কতো আনন্দ
লোকজনে হাটে কত ভিড় ,
নতুন পোশাক কেনার তরে
নাই কোথাও এতটুকু ধীর।