মা ফেরেনি
কৃষ্ণ কামাল
ঝোড়ো হাওয়া বইছে
ধূলিকণা ভাসিছে বাতাসে,
মা এখনো ফেরেনি বাড়ি
রাগে কেঁদে চোখে জল আসে।
মা জানতো বাজার থেকে
বাড়ি ফিরতে হবে দেরি ,
তবে কেন যায়নি সময় মতো
মায়ের অপেক্ষায় পথে পথে ফেরি।
যেই জন ফেরে বাজার হতে বাড়ি
সকলের শুধাই দেখেছো মা কে ,
কেউ বলে দেখেছি বাজারে
কেহ দেখেনি ফিরতে বাড়ি তাকে।
প্রায় অনেক্ষন বাদে যখন দেখি
মা আসছে বাজার হতে ফিরে ,
লাগাই ছুট পড়লে মরে যাবো
তবুও হাঁটবো না ধীরে ধীরে।