মা আজ ভিখারি
কৃষ্ণ কামাল
পথের ধারে বসে মা
চোখে জল হাত বাড়ায়ে
বাবু কিছু দাও
আমি ভিখারি ঘর হারায়ে।
দু -দুটো ছেলে আমার
যত্নে বড়ো করেছি
তাহার ফল স্বরূপ
পথের ধারে ভিক্ষার বাটি ধরেছি।
ঘর থেকে বের করে
দিলো মিলে দুই ভাই
আমার নিজের ঘরে আর
নিজের নাই ঠাঁই।
ওদের বাবা যতদিন
ওই সংসারে বেঁচে ছিল
বাবা আমার মা তোর
ভাগ করে নিলো।
ওদের বাবা যখন
পরলোকে গিয়েছে
ঘর থেকে আমায়
বের করে দিয়েছে।
সারাদিন এখানে বসিয়া
আমি ভিক্ষা করি
সন্ধ্যায় গিয়ে ওইদুরে
সিঁড়ির নিচে জায়গা ধরি।
গাড়ির গর্জন মশার কামড়
ঘুম নাম মাত্র হয়
কোনো রাতে বৃষ্টি ভিজি
এতো আমার ঘর নয়।
ঠান্ডায় কাঁপি সারারাত
আর বর্জবিদ্যুৎ এ নাই ভয়
মৃত্যু চাহি বারবার
এতো কষ্ট নাহি সয়।