কৃষক আন্দোলন
কৃষ্ণ কামাল
আমরা কৃষক ফসল বুনি
রোদে তাপে পুড়ে ,
তোমরা বেশ ভালোই আছো
এসি গোটা ঘর জুড়ে।
নতুন নতুন নিয়ম লাগু
করছে স্বার্থনেষী নেতা ,
চাষীর ন্যায্য পায়না চাষী
কেউ কি বোঝে তা ।
চাষের সকল সরঞ্জাম
দাম আকাশ ছোঁয়া,
শেষে ফসলের দাম
শুনে চাষীর চোখ ধোঁয়া।
আজ কেনো সেই কৃষক
নেমেছে আন্দোলনে ,
তোমরা দিব্বি ভালো আছো
কৃষকদের খবর কে জানে।
কৃষকের এই আন্দোলন
রুখতে সেনা মোতায়ন ,
এই দেশে কৃষকে ভাবে
দেশদ্রোহী শত্রু এখন।
আমরা কৃষক আছি বলে
পাও তোমরা রুটি তরকারি ,
আমরা চাইলে তোমার ঘরে
চাল ডাল বন্ধ করতে পারি।
আমাদের দাবি MSP চাই
সেটাই দিতে নারাজ ,
তাই সকল কৃষক মিলে
নেমেছি আন্দোলনে আজ।
সেনা আমাদের থামাতে
কাদানি বোমা জল ছুড়ছে ,
তাহাতে আমরা থামিনা
তাই বন্দুকের গুলি উড়ছে।
থামবোনা আমরা কৃষক
এই সকল বাঁধাতে ,
দিল্লি চলো লক্ষ্য করিবো
পূরণ যেনো তেনো মতে।