কঠিন ভাষা বুঝিনা
কৃষ্ণ কামাল
কঠিন ভাষা বুঝিনা তেমন
তাই সরল ভাষায় লিখি,
আমার তো ইচ্ছে করে
একটু কঠিন ভাষায় শিখি।
যেথা মৃগ সেথা হরিণ
ঘাস কে তৃণ লিখিনা ,
যেথা ঘৃত সেথা ঘি
এমন কিছুই শিখিনা।
আমার কবিতা সরল ভাষা
যেনো সকল পাঠক বোঝে ,
সেটাও পড়েনা মন দিয়ে
বুঝিনা পাঠক কি খোঁজে।
না কি এগুলো কবিতা নয়
কেবল শব্দের ছোড়া ছড়ি,
তোমাদের কি মনে হয়
সেটাই বোঝার চেষ্টা করি।