কলম আমার অস্ত্র
কৃষ্ণ কামাল
প্রতিবাদে অস্ত্র হাতে ধরা অপরাধ
তাই অস্ত্র তুলতে পারবোনা ,
তাই শক্ত হাতে ধরেছি কলম
এই কলম খানা আর ছাড়বোনা।
তোমাদের মতো মূর্খের কাছে
আমি মেরুদন্ড খানা বেঁচবোনা,
আমি প্রতিবাদ করে মরে গেলে
আমার লেখাগুলো তো মরবেনা।
রবি ঠাকুরের কবিতায় মন ছুটে যায়
এতো সুন্দর মিল সুর আর ছন্দ,
কাজী নজরুল আমার ভগবান
আমি তাহার বিদ্রোহী প্রেমে অন্ধ।
প্রতিবাদে চোখে আগুন জ্বলে
তুমি হয়তো পাওনা তা দেখতে ,
আজ প্রতিবাদী সকল ভাষা
এখন পারছি যে লিখতে।
প্রতিবাদে কলম খানা চলবে
আমার যতদিন থাকবে প্রাণ ,
অপরাধীর অপরাধ করবোনা মাফ
গাইবো প্রতিবাদীর গান।