কবিতা
কৃষ্ণ কামাল
কবিতা অনেক পড়েছি
ভালো লাগেনা মনে ,
কবিতা এমন হবে যেনো
পড়ি খানিক ক্ষনে ক্ষনে।
কবিতা হবে নরম ভাষায়
ছন্দের তালে সুরে ভরা,
এখন যেসব কবিতা পড়ি
শুধুই সুর ছন্দের খরা।
কবিতা হবে এমন যেনো
থাকে ছন্দের মিলে সুর,
তবেই তো কবিতা পড়তে
শুনতে লাগবে যে মধুর।
কবিতা তুমি লিখে চলেছো
কঠিন সকল ভাষায় ,
আমি লিখি কবিতা গুলি
পাঠককে বোঝানোর আশায়।