খুকির নালিশ
কৃষ্ণ কামাল
খুকি ডাকছে ……….
মা মা দেখোনা
বাবুয়া আমার খাবারে মুখ
দিয়েছে ওকে বকোনা।
মা বললো কই রে বাবুয়া
খুকি বলে খাটের তোলায়
খুকি বলে আনবো ধরে
মা বলে না থাক এবেলায়।
খুকি তবুও যায় তেড়ে
মা বলে থাক থাক
অমন করে না খুকি
ছেড়ে দাও চলে যাক।
খুকি করে নাক ফুলিয়ে কান্না
বলে আমার খাবার দাও
মা বলে দাড়াও আনছি
খুকি এই খাবার নাও ।
খাবার পেয়ে খুশি হয়ে
খুকি গোটা বাড়ি ছোটে
বাবুয়া কে আর দেবেনা
খাবার বাবুয়ার না জোটে ।