খুকি হলো ধর্ষিত
কৃষ্ণ কামাল

ওই খুকি কোথায় তুমি
মা ডেকে ডেকে সারা,
খুকি কে মা খুঁজে এলো
গাঁয়ের সকল পাড়া।

খুকির মা পাগলের মতো
এদিকে ওদিকে দৌড়ে খোঁজে,
খুকি কোথায় গিয়াছে খেলতে
মা মন নাহি আর বোঝে।

দিনের আলো নিভে নিভে
খুকি না ফিরে ঘরে,
মা খুকির পিতারে শুধায়
এখন সে কিবা করে।

মা বাবা দুজনে বেরোয়
খুকীকে খোঁজার তরে,
খুকি বলে ডাকে মা কেবল
কেবল আঁখি জলে ভরে।  

গাঁয়ের এক মন্দির আছে
দূরে জঙ্গলের শেষে ধারে,
কখনো কখনো খুঁজে পাওয়া
যেতো বন্ধুদের সাথে তারে।

কাঁদিতে কাঁদিতে মা
সেই পথে দৌড়ে গিয়েছে ,
মন্দির থেকে মাইল খানেক
জঙ্গলে খুকীকে পেয়েছে।

তার ফ্রক জামাটা নিখোঁজ
যেনো সে আছে ঘুমায়ে ,
খুকি খুকি কি হলো তোর  
একবার দেখনা তাকায়ে।

ওই খুকি চোখ খোল
মা করে ডাকা ডাকি,
খুকি চিরতরে ঘুমায়ে
সে ঘুম আর ভাঙবে নাকি।

খুকীকে মা কোলে তুলে
মায়ের হৃৎস্পন্দন হলো স্তির,
কে করিলো এমন কাজ
কোন পাপী হেতায় বুনেছে নীড়।  

খুকির বাবা ও খুঁজে খুঁজে
এসে পৌঁছালো সেখানে ,
খুকির কি হয়েছে শুধায়
তাকিয়ে খুকির মুখেরপানে।

খুকি হয়েছে ধর্ষণ
কি এই পাপের সাজা,
এমন অমানুষ বেড়াচ্ছে ঘুরে  
কি করছে রাজ্যের রাজা।

বাবা মা খুকীকে জড়িয়ে
ধরে হাহাকার করে কাঁদিছে ,
কি খেলা খেলিলে ভগবান
তব ধর্মে নাহি বাঁধিছে।

কোন মা জন্ম দিলি
এমন শয়তান অমানুষ ,
যখন গর্ভে এসেছিলো
তখন ছিলে কি বেহুঁশ।

কুকুরে কি তার পিতা
না শুকর করেছে সহবাস ,
তাই এই পশুর বাচ্চা
মানুষের মুখোশে করে বাস।

সেখানে পড়ে কাঁদিতে কাঁদিতে
খুকির বাবা মা হারালো প্রাণ ,
তোমরা সকল মূর্খ হেতা
তোমাদের কি হবেনা জ্ঞান।