খুকি
কৃষ্ণ কামাল
আমার পাঠশালায় কাল
এসেছিলো এক খুকি ,
পড়তে সে চায়না কেবল
করে আঁকি বুকি।
আমি শুধাই ওই খুকি
পড়োনা কেন পাঠের পড়া ,
সে বলে আমি সব জানি
গরু ছাগল হাতি ঘোড়া।
আমি বলি কি তুমি
লেখো দেখি আম ,
সে গোল কিছু এঁকেছে
জানিনা কিবা তার নাম।
আমি বললাম কি করেছো
এই যে আম লিখেছি ,
আমি ও নতুন কিছু
খুকির থেকে শিখেছি।।