ক্ষুধার্ত মা
কৃষ্ণ কামাল
এক ক্ষুধার্ত মা দাড়ায়ে
চা দোকানের স্বমুখে ,
কেবল রয়েছে তাকায়ে
কিছুই বলছেনা মুখে।
আমি একটু পরক্ষভাবে
লক্ষ্য করি তার চাওনি ,
কেবল রয়েছে তাকায়ে
রুটির দিকে তক্ষনি।
যেনো সে চোখ দিয়ে
গিলে ফেলেছে রুটি সকল,
কিন্তু তাহাতে পেট ভরে না
ক্ষুধার জ্বালায় আকুল।
আমি দুটি রুটি
দিলাম তার হাতে ,
এক বোতল জল নিয়ে
দেবো তাহার সাথে।
দেখি সে মানুষ উধাও
কোথায় চলে গেলো ,
মনে ভাবলাম হয়তো
তার সন্তান ক্ষুধার্থ ছিল।