স্বপ্ন আমার টারজান হবো
বাস করিবো বনে,
এখান থেকে ওখানে যাবো
ঘুরবো আপন মনে।

বাঘ ভাল্লুক সবই আমার
তোমার পোষা বিড়াল কুকুর,
আমার থাকবে কতই নদী
তোমার কেবল পুকুর।

যখন ইচ্ছা যাকে নেবো
লাগাম দিয়ে কষে,
যখন ইচ্ছা বনে বেড়াবো
হাতির পিঠে বসে।

ঘোড়া নাকি বেজায় ছোটে
তোমার ভাবনা মাথায় ঘোরে,
আমার চিতার লাগাম টানলে
গতি বাজের থেকে জোরে ।

থাকবে সকল শিম্পাঞ্জী
আমার পরিবারের মতো,
সারা দিন আনবে ফল পেড়ে
নানান রকম কত শত ।

কুমিরকে আমি ভেলা করে
ভাসবো নদীর জলে,
দেখবো হাঙর তিমি সকল
আমার সাথেই চলে।

থাকবে সেথা বিশাল গাছে
আমার একটা ছোট্ট ঘর,
প্রভাতের সূর্য আগে দেখবো
তোমরা আমার পর ।