খোকার গল্প
কৃষ্ণ কামাল

আকাশের কোণে একফালি চাঁদ জেগে ,
খোকা বসেনি পড়তে ,সন্ধ্যা হয়নি বলে রেগে।
প্রতিবেশীদের বাড়িতে শাঁক কাঁসি বাজে ,
তুলসী তলায় জ্বলছে প্রদীপ মৃদু মৃদু সাঁজে।
ঠাকুরদা খাটে বসিয়া রেডিওতে খবর শুনছে ,
খোকা খুকি পাঠের পড়ায় সুরেই নামতা গুনছে।
কেরোসিন ল্যাম্পটা যেন জীবন রেখেছে বাজি ,
শেষ বিন্দু দিয়ে জ্বলবে, তাই শুয়ে পড়েছে আজি।
খোকা ও খেলছে ল্যাম্পের সাথে একই খেলা ,
মৃদু জ্বললে শুইয়ে দেয়, জোরে জ্বললে তোলা।
সন্ধ্যায় বাড়ির কাজে খোকা অঙ্ক নিয়েছে বেছে ,
অঙ্ক কষলে ঘুম আসেনা খোকা আগেই শুনেছে।
পড়ার মাঝে ছিলো মায়ের জিজ্ঞাসা করার ,
ঘুমিয়ে পড়লি নাকি শব্দ পাইনা যে পড়ার।
পড়ার মাঝে উঠে গিয়ে রান্না ঘরে দেয় উঁকি ,
রাতের খাবার কি বানাচ্ছে খোকা নেবেনা ঝুঁকি।
যদি হয় ডাল ভাত ডিম্ ভাজা চাই তার ,
খাবার সময় খোকা কতো কি বায়না ধরে আর।
যদি হয় মাংস রান্না কোনো দিন রাতে ,
আগে তার কষা চাই,আবার খাওয়া পাতে।
ছুটে গিয়ে জড়িয়ে ধরে খোকা মায়ের গলা ,
এমন অনেক কিছু খোকার পড়ার মাঝে খেলা।