খোকার অভিযোগ
কৃষ্ণ কামাল
খোকার অভিযোগ…….
খোকার মা করছে রান্না
খোকা গিয়ে সেখানেতে
জুড়ে দিলো কান্না।
আজ আছে একটা
অভিযোগ খোকার
সবাই ভাবে একমাত্র
খোকাই পাত্র বোকার।
বাড়ির সবার লক্ষ
খোকা কি করে
খোকা দেখাবে কেমন
করে মুরগীছানা ধরে।
ধীরে ধীরে গিয়ে খোকা
দুই হাত মুটো ধরে
মুরগীছানা চালাক
সে কি ধরা পরে।
সেই দেখে সবাই
হা হা করে হেঁসে ওঠে
এই সব দেখে
খোকা গেলো চোটে।
তাই গিয়ে মায়ের কাছে
কান্না করে বলে
ওরা কেন হাসে
আমার ভুল হলে।
ওদের কাজ নাই
আমার পিছে পরে
লজ্জা নাই আদ্দামরা
আমার সাথে লড়ে।
মা বলে ঐসব ছাড়ো
মুরগীছানা কই
খোকা বলে আনবো নাকি
ধরে ওই চড়ছে ওই।