খোকা ও ছোট্ট নদী
কৃষ্ণ কামাল
ওই ওই ছোট্ট নদী
কোথায় চলেছো
ঢেউয়ের ওই কুল কুল
শব্দে কি বা বলিছো।
কিছুক্ষন আগে তুমি কোথায়
গেলে ভাসিয়ে নিয়ে ভেলা
কোথা হতে কোথা যায়
কেমন তোমার খেলা ।
খোকা ভাবে মনে মনে
হতাম যদি নদী
মনের মতো চলে যেতাম
যেখানে ইচ্ছা হতো যদি।
মা ডাকে খোকা কই
খোকা বলে এখানে
মা বলে কি করিস তুই
নদীর ঘাটে ওখানে।
খোকা বলে মা গো
ওই নদী কোথায় চলেছে
মা বলে জানিনা খোকা
ওকি আমায় বলেছে।