খোকা ও বিড়ালছানা
কৃষ্ণ কামাল
ছোট্ট তুমি বিড়াল ছানা
তোমার সাথে আড়ি ,
আমার ভাগের দুধ খাও
থাকো আমার বাড়ি।
জানো তুমি আমি খোকা
এই বাড়ির ছোট মহা রাজা ,
আমার দুধে ভাগ বসানো
এর পাবে উচিত সাজা।
খোকা রেগে গিয়ে বলে মাকে
বাবুয়া আবার নাম ওতো বিড়াল ছানা ,
মা আমি বলছি কাল থেকে
বাবুয়ার দুধ খাওয়া মানা।
মা বলে এমন বলে না খোকা
বাবুয়ার যে মা নাই রে ,
খোকা সব শুনে রাগ কমে
খোকা ডাকে বাবুয়া কই রে।
খাটের তোলা থেকে বাবুয়া বের
হয়ে খোকার গায়ে লেজ বোলায় ,
খোকা সব ভুলে বাবুয়ার সাথে
আবার মেতে ওঠে খেলায়।