খই
কৃষ্ণ কামাল

আয় আয় আয় চই,
ধানের ভাজা খই।
ধানের বদলি চিড়ে,
দুধ মজেছে ক্ষীরে।
ক্ষুধা বাড়ছে পেটে,
টাকা নাই কো গেঁটে।
চাষের জমি হাল নাই ,
হালের গরু কোথায় পাই।
দিন দুই ভিজছে ধান ,
চাষের প্রতি নাই টান।
যদি ভেজে একদিন আর,
পচে, যাবে ধান তার।
তবে যে ডাকলাম চই চই ,
এখন খই টা পাবো কই।