কে তব
কৃষ্ণ কামাল
তব মর্মে মরিছে কে ?
তব ধর্মে ধার্মিক কে ?
তব বেদনায় কাঁদিছে কে ?
তব দুঃখে দুঃখী কে ?
তব বিপদে পাশে কে ?
তব আনন্দে সঙ্গী কে ?
তব সমস্যার সমাধান কে ?
তব পথের পথিক কে ?
তব নৌকার মাঝি কে ?
তব গতির হ্রাস কে ?
তব ঘরের ঘরণী কে ?
তব রোমান্সের রমণী কে ?
তব পাপের ভাগি কে ?
তব চলার সাথী কে ?
তব চরণের ধূলি কে ?
তব আঁখির অশ্রু কে ?