কালকে রাতে
কৃষ্ণ কামাল
রাত নয়টায় অফিস ছেড়েছি ,
সাইকেলে চেপে বাড়ি ফিরছি ।
তাহার মাঝে তিনবার কল
এসেছে বাড়ি থেকে ,
পরের বার কল ধরলাম
সাইকেলটা রাস্তার পাশে রেখে ।
বাবা বলছে ফোনের থেকে
তুই এখন কোথায় ,
বললাম আমি ফিরছি রুমে
বললাম কিছু হয়েছে সেথায় ।
বললো এখানে হয়নি কিছু
তোর পার্স টা কি তোর কাছে ,
পিছন পকেটে হাত দিয়ে
জান কি আমার আছে ।
বললাম আমি মনে হয়
পার্স টা আমি হারিয়েছি ,
বাবা বলে একজন করেছিল কল
বলে পার্সটা আমি পেয়েছি ।
আমি বলি নম্বরটা আমাকে
এসএমএস করে দাও ,
কল দিলাম নম্বরে বললো
পার্স টা নিয়ে যাও ।
যদিও বেশি টাকা ছিলোনা
পার্সে হাজার দুইশ বিশ,
সকালে নয়টায় পৌঁছে
মনে মনে বলি গুলো দিস ।
আমি হতবাক আমার সকল
টাকা আর পার্স দিচ্ছে ফিরিয়ে ,
এমন মানুষ আছে পৃথিবীতে
বিশ্বাস হচ্ছেনা তা গিয়ে ।