গতকাল যে ছিলো পাশে
আজ, আগামীকাল সে নাই,
জীবন অনেক সুন্দর, মৃত্যু
আমরা এই মৃত্যু নাহি চাই।

জীবন টা যে বাবা মায়ের
কেমন ঠিক বুঝেও বুঝিনা,
সন্তানদের যত্নে বড়োই করে
বড়ো হয়ে তাদের আর খুঁজিনা।

মাঝের মধ্যে চোখে জল আসে
আজ কেনো মা নাই সাথে,
আজকে পথ চলতে কেনো
বাবার শক্ত হাতটা নাই হাতে।

বাবার শক্ত আঙুল ধরেই
এই পথ চলতে শিখেছি ,
জানি না সেই বাবা মা কে
নিয়ে কতটুকু আজ লিখেছি।