জন্মদিনে নজরুল
কৃষ্ণ কামাল
আজ তোমার জন্মদিন, নজরুল
তুমি যে আমাদের জাতীয় কবি
তুমি যে আমাদের বিদ্রোহী চেতনা
তুমি যে আমাদের মানবতার প্রতীক
আজ তোমার জন্মদিন, নজরুল
তুমি যে আমাদের গানের সূর
তুমি যে আমাদের কবিতার ভাষা
তুমি যে আমাদের সঙ্গীতের প্রাণ
আজ তোমার জন্মদিন, নজরুল
তুমি যে আমাদের ধর্মের বন্ধু
তুমি যে আমাদের জাতির ভাই
তুমি যে আমাদের প্রেমের মহান
আজ তোমার জন্মদিন, নজরুল
তোমাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই
তোমার সৃষ্টি আমাদের প্রেরণা দেয়
তোমার দর্শন আমাদের মার্গ দেখায়