জোনাকি ও টুনটুনি
কৃষ্ণ কামাল


কেবা জানে রাত্রি কতো
নিঝুম অন্ধকার ,
কোথায় আমার জননী
আমি ভুলিয়াছি দ্বার।

আছো কেউ করো সাহায্য
দাও হাতটা বাড়ায়ে ,
আমি ছোট্ট টুনটুনি ছানা
ফেলেছি আমার ঘরটি হারায়ে।

মা আমাকে বলেছিলো
তুমি যেওনা বেশি দূরে ,
নতুন উড়তে শিখে ভাবলাম
আজ পৃথিবী নেবো ঘুরে।

দেখি এক জোনাকি কেবল
ঘুরছে আমায় ঘিরে ,
বললো তোমার চিন্তা নাই
তোমায় পৌঁছে দেব নীড়ে।

আমার এই অল্প আলোয়
দেখছোনা তেমন কিছু ,
ভয় পেয়োনা ছোট্ট ছানা
আসো আমার পিছু পিছু।
  
খানিক ক্ষণ ঘোরার পর
পৌঁছালো তাহার বাসায় ,
মা বাবা জোনাকি কে
অসংখক ধন্যবাদ জানায়।  


জোনাকি ও টুনটুনির ছানার এই গল্প ছোট্টবেলায় কিশলয় প্রথম ভাগে বইয়ে পড়েছিলাম এই গল্পটা, তো আজকে খুব মনে পড়ছিলো তাই লিখলাম।