জগৎ শেট
যেন সে গাঁয়ের রাজা
নাম তার জগৎ শেট
কালী মায়ের পূজাতে দেন
আস্ত কালো পাঁঠার ভেট।
গাঁয়ের কোনো বিচারেতে
কেউ হয়না তার অবাধ্য
তার বিচার না মানে
কার আছে সেই সাধ্য।
যেমন মোটা তেমন লম্বা
যেন আস্ত কুম্ভকর্ণ
তাহার পোষা এক কুকুর
আছে তার গলায় চেন স্বর্ণ।
কালো মোছা গোপ আছে
নাই শুধু দাড়িটা
ঘোড়া গরু সব আছে
নাই শুধু গাড়িটা।
আজ সে অবিবাহিত
কে করিবে বিয়ে তারে
কোনো নারী যায় না কাছে
দেখলে তারে ভয় করে ।