জীবন


জীবন আপনার জীবন আমার
দুটোই মোটেও এক নয় ,
তোমাদের বিলাসিতায় কাটে দিন
আমাদের ক্ষুধায় দিন শুরু হয়।

ওই যে দূরে সিঁড়ির তলায়
এক ভিকারিনী গর্ববতী ,
নিজেই পায়না খেতে এক পেট
আরেক পেট বাড়লে বেগতি।

কিছু মাস আগে এক মাতাল
কিছু টাকা ওর হাতে গুঁজে দিলো ,
ও ভালো কিছু খাবে ভেবে
হয়তো টাকাটা নিয়েছিলো।

সেই টাকায় পেট বেঁধেছে
এখন সে কি করে ,
গালি দেয় কাপুরুষটাকে
মাথার চুল ছিড়ে চিন্তায়, ক্ষুধায় মরে।

আমার জন্ম হয়তো এমনি
তাইতো পথের ধারে থাকি ,
মা টা যে কে ঠিক জানিনা
তাই তো সবাইকে মা ডাকি।

আমি যেনো এক ক্ষুধার্থ জীব
কেবল করি খাই খাই ,
লজ্জা সরম নাইকো আমার
যে কারো কাছে হাত পেতে চাই।

বাবা দাও  মা দাও
আরে মহাশয় কিছুতো দিন ,
আমি ভিক্ষুক খুবই ক্ষুদার্থ
খাইনি কিছু সারাটাদিন।

কোনো মহাশয় দিয়ে গেলো দশ
তা দিয়ে পাউরুটি জল খেয়েছি ,
এমন অনেক দিন কেটেছে।
সারাদিন কিছু না খেয়ে শুয়েছি।

সে রাতে চোখে ঘুম আসেনা
পেটে প্রবল ক্ষুধা,
হোটেলের পিছনে ড্রেনে জমা
ভাত  তা যেনো অমৃত সুধা।