যেই সেই
কৃষ্ণ কামাল
যেই দেশেতে নাইকো মানব ,
সেই দেশেতে রয়গো দানব।
যেই ঘাটে কেউ স্নান করেনা ,
সেই পুকুরের মাছ বাড়েনা।
যেই বনেতে বাঘ থাকেনা ,
সেই বন কে বন ডাকেনা।
যেই রাতে চাঁদ ওঠেনা ,
সেই রাতে চাঁদের পুলক ছোটেনা।
যেই বাগানে ফুল ফোটেনা ,
সেই বাগানে মৌ জোটেনা।
যেই নদীর কূল থাকেনা ,
সেই নদী বান ডাকেনা।
যেই শিশুর মা থাকেনা ,
খোকন বলে কেউ ডাকে না।
যেই গাঁয়ের পথ ভালোনা ,
সেই পথে কেউ চলে না।
যেই কবিতায় ছন্দ থাকেনা ,
সেই কবিতা মনে রাখেনা।