জাত ভেদাভেদ
কৃষ্ণ কামাল

জাত ভেদাভেদ করোনা বন্ধু
জাতের ভেদাভেদ কে করে ,
সকলের জাত আমরা মানুষ
ভেদাভেদ করোনা জাত ধরে।
তুই যে করিস জাতের বড়াই
তুই কি জাতি ? কহে হিন্দু ,
আমার গঙ্গা তোমার যমুনা  
ওরে মূর্খ মোহনায় এক বিন্দু।
হিন্দু হিন্দু হাঁকিয়া মরিলে
যদি আমি হতাম মুসলমান ,
তুমিই হিন্দু ধর্মে কেবল  
ধর্ম বিবাদ করলে কি মহান।
হিন্দু মুসলিম তোমাদের কহি
করোনা হিংসা হানাহানি ,
ভালো মানুষ হয়ে বাঁচো
কেন মিথ্যা ধর্মের টানাটানি।