জানতে চাই
কৃষ্ণ কামাল
ভালোবাসা-টা কখন হয়
প্রেম হওয়ার কি আগে ,
না কি প্রথম দেখার পর
কিছু গোপন ছোঁয়া দাগে।
ভালোবাসার অনুভব কেমন
খোলা আকাশে মেলে পাখা ,
ভালোবাসা করিনা প্রকাশ
সকলের থেকে গোপন রাখা।
ভালোবাসা কি ভালোলাগার
পরবর্তী অনুভবের অবস্থা ,
ভালোবাসা কি এমন পথ
ফেরার নাই কোনো রাস্তা।
ভালোবাসা কি এমন যেনো
নিখোঁজ সকল একাকিত্বের ,
ভালোবাসার শুরুতে মনখানা
উড়ুউড়ু প্রত্যেক কথা আনন্দের।
ভালোবাসা টা কেমন
জানতে চাই তোমাদের থেকে ,
ভালোবাসা কি এমন
যতদিন চলে গোপন রেখে।
ভালোবাসাটা যদি কখনো
এক কান দুই কানে ভেসে বেশ ,
ধীরে জানা জানি তার বাড়িতে
তারপর ভালোবাসার সব শেষ।