রাত চাই এমন
কৃষ্ণ কামাল


রাত যদি এমন হবে,
প্রতি রাতে চাঁদ হাসবে ।
কেমন লাগে তোমার মনে,
যখন চাঁদ হাসে ওই আকাশ কোণে ।

ওই দূরে নীল আকাশে,
রাত জাগে তারা তার পাশে ।
যদি রাতে থাকতো সূর্যের আলো,
চাঁদ কে অতটা লাগতো না ভালো ।

রাত হবে মোর মনের মতো,
রাতে জাগবে সকল মানুষ যতো ।
যতো কাজ রাতে ই হবে,
দিনের বেলায় সকলে ঘুমাইবে ।

তখন সেই চাঁদনী রাতে,
সকল পশু পাখি থাকবে সাথে।
করবে গান মন খুলে,
বনের পথে পথে ।।