সুকুমার রায়ের হ-য-ব-র-ল
পড়ার পরে মাথা জুড়ে কেবল
হয-বর-ল বা হ-যব-রল অথবা
হয-বরল নয়তো বল-যহর
একটা মানব চার হাত পায়ে
ঘাস খাচ্ছে মাঠে ,
আর এক গরু মদ্যপান করে
ফিরছে থেকে হাটে।
একটা মা জিভ দিয়ে তার
সন্তানের গা দিচ্ছে চেটে ,
আর এক গাভী বাছুর ফেলে
মোবাইল ফোনটা যাচ্ছে ঘেটে।
একটা মানবের ঘেউ ঘেউ ডাকে
আরো মানুষ ছুটে জোড়ো হয় ,
এক কুকুর বিপদে সাহায্য চাইলে
আর কুকুরেরা পালিয়ে যায়।
একটা মানুষ পথের পাশে
আবর্জনার মধ্যে কি যে খায় ,
আর একটা শুয়োর এর বাচ্চা
এক শুয়োরিকে কটু কথা বলে যায়।
এক মানব শ্রীকৃষ্ণের পিতা কে
পথ দেখিয়ে নিয়ে গিয়েছিলো ,
আর এক শিয়াল পথ দেখিয়ে
ট্রাফিক পোস্টে হাত পেতে টাকা নিলো।