হাসদেও অরণ্য
কৃষ্ণ কামাল
যে গাছের ছায়ায় উঠলে বেড়ে ,
বড়ো হয়ে তার প্রাণ নিলে কেড়ে।
তুমি মূর্খ তোমায় আবার বলতে হবে ,
তুমি স্বার্থনেষী কেমন করে ভুলে তবে।
“রামধনু আর কল্প তরু ,
দেশের গাছ আর দেশের গরু।
গরুকে গাছ খাইয়ে তুমি ,
দেশকে করলে মরুভূমি।
এবার যদি বাঁচতে চাও ,
গরু বেঁধে গাছ লাগাও। “
নিশ্চই অবোধ তুমি, তোমার অজানা,
শুধু গাছ লাগাও ,গাছ কাটা যে মানা।
ছোট্ট বেলায় পড়োনি, “ গাছ আমাদের মিতা,
ওহ ভাই গাছই মাতা পিতা। “
অশিক্ষিতের ন্যায়, কেন করছো এমন,
অতিবার বাড়িলে, নিশ্চিত তার পতন।
পৃথিবী তার পূর্বরূপ ফিরে চায় ,
তার এই দাবিতে তুমি মূর্খ দায়।
এই বন জঙ্গল পৃথিবীর নিজ সৃষ্টি ,
তাহার উপর কেন দিলে বক্র দৃষ্টি।
তুমি কি এতই মূর্খ এতই অবুঝ,
কেন করছো ধ্বংস অরণ্য সবুজ।
আমাদের প্রতিবাদ হাসদেও অরণ্য,
কোথায় যাবে সকল জীব জন্তু বন্য।
আমাদের হাসদেও অরণ্য ফিরে চাই ,
তাহার জন্য যাহা করণীয় করিবো তাই।
আজ শুধু আদিবাসী কাঁদিছে ,
তোমার তো বেশ মজা লাগিছে।
তুমিও বুঝবে যখন অক্সিজেন শেষ ,
তখন আমি বলিবো বেশ হয়েছে বেশ।