গ্রাম আর শহর
কৃষ্ণ কামাল
তোমার জোৎস্না রাত আকাশে ,
আমার বৈদ্যুতিক আলো আসে।
তোমার বাতাসে ফুলের সুগন্ধ ,
আমার বাতাসে ধোয়া ধুলো দুর্গন্ধ।
তোমার সূর্যের তাপ মনোরম,
আমার তাপে বের হচ্ছে দম।
তোমার হাওয়া শীতল হয়ে বইছে,
আমার হাওয়া গরম তাপ সাথে লইছে।
তোমার ঘরে শান্ত শীতল হাওয়া ,
আমার ঘরে এসির কৃত্রিম হাওয়া।
তোমার ঘর সবুজ গাছে ঘেরা ,
আমার ঘরে নানান রং করা।
তুমি বাড়ছো সুন্দর পরিবেশে ,
আমি শুধুই দূষণ গিলছি শেষে।
তোমার সকাল শুরু পাখির ডাকে,
আমার সকাল গাড়ি ভোঁ ভোঁ হাকে।
তোমার প্রতিবেশী আত্বিয় হেনো,
আমার প্রতিবেশী হিংসায় জ্বলে যেন।
তোমার গ্রাম অক্সিজেনে ভরা ,
আমার শহরে অক্সিজেনের খরা।